Published On: Thu, Jan 30th, 2014

এবার জেলা বাজেটে ৭ জেলা: অর্থমন্ত্রী

Share This
Tags

জাতীয় বাজেটের ‘বিকেন্দ্রীকরণের’ উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন আগামী বাজেটে সবকটি বিভাগ থেকে একটি করে জেলাকে ‘জেলা বাজেটের’ আওতায় আনা হবে।

বুধবার সচিবালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

মুহিত বলেন, “সরকার ও ক্ষমতার বিকেন্দ্রীকরণই আমাদের নতুন সরকারের ভবিষ্যত কর্মসূচির প্রধান লক্ষ্য। আর সে লক্ষ্যকে সামনে রেখেই আমরা  জাতীয় বাজেট বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছি।”

চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে পরীক্ষামূলকভাবে টাঙ্গাইল জেলার জন্য বাজেট দেয়া হয়েছিল।

muhith

সে কথা মনে করিয়ে দিয়ে মুহিত বলেন, “আগামী বাজেটে সাতটি বিভাগীয় শহরের সাতটি জেলার জন্য বাজেট হবে। জেলাগুলোই এ বাজেট বাস্তবায়ন করবে। এটা কীভাবে করা যায় সে চেষ্টাই এখন আমরা করছি।”জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাওয়ায় পরিবেশের ‘ভয়ঙ্কর ক্ষতি’ হচ্ছে বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, এর ফলে জমির পরিমাণ কমে যাচ্ছে ও পানিসম্পদের ওপর চাপ বাড়ছে।

“আমরা বেশ সৌভাগ্যবান যে, গত পাঁচ বছরে বিশ্ব অর্থনীতির মন্দাবস্থার মধ্যেও আমাদের অর্থনীতি মোটামুটি ভাল ছিল। এটা সম্ভব হয়েছে আমাদের জনগণের জন্য।”

মুহিত বলেন, দেশের অর্থনীতির ৮০ শতাংশই হলো বেসরকারি খাতেরি অবদান।

“এই ৮০ শতাংশ যদি সাড়া না দেয়, তাহলে দেশের অর্থনীতি কোনো অবস্থাতেই ভাল থাকতে পারে না।”

তবে সব খাতেই ‘হল-মার্ক, টল-মার্ক’- এর মতো ঘটনা ‘একটু-আধটু’ থাকে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য।

মন্ত্রীর সঙ্গে এই বৈঠকে আইবিএফবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান খান।

About the Author

-

Displaying 1 Comments
Have Your Say
  1. Mr WordPress says:

    Hi, this is a comment.
    To delete a comment, just log in and view the post's comments. There you will have the option to edit or delete them.

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>